গ্রেস পিরিয়ড বলতে একটি সময়কালকে বুঝানো হয়। ঋণ বা বিলের ক্ষেত্রে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত যে সময় দেয়া হয়, যে সময়ের মধ্যে জরিমানা ছাড়াই বিল পরিশোধ করা যাবে। সেই সময়কালকেই গ্রিস পিরিয়ড বলে।
ডোমেইন হোস্টিং ক্ষেত্রে ডোমেইন এক্সপায়ার্ড হবার পর ৩০ থেকে ৩৫ দিন সময় গ্রিস পিরিয়ড হিসেবে দেয়া হয়। যেই সময়ের মধ্যে এক্সট্রা ফি ছাড়াই ডোমেইন রিনিউ করা যাবে।
তবে ডোমেইন এক্সটেনশনভেদে গ্রিস পিরিয়ড এর সময়কাল কম বা বেশি হতে পারে।